নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে চলছে ব্যাপক ডলার সংকট। এই সংকটের মধ্যেই পবিত্র রমজানের আগে ভোজ্যতেল সহ ৮ খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।
রমজান মাস সামনে রেখে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যের ওপর সুযোগ দেওয়া হয়েছে- চিনি, খেজুর, ভোজ্যতেল, ছোলা, মসলা, ডাল, মটর এবং পেঁয়াজ।
সার্কুলারে বলা হয়, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই সুবিধার সুযোগ থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত ।
এতে আরও বলা হয়, রোজায় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এই উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করবে। ডলার সংকটের কারণে এসব পণ্য এলসি খোলার ক্ষেত্রে অনিশ্চয়তা ছিলো। তবে এই উদ্যোগের ফলে আর কোন অনিশ্চয়তা থাকলো না। তবে উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করতে হবে বলে মনে করছেন তাঁরা।