নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্বায়ত্বশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বাংলাদেশসহ সারা বিশ্বে যার যার ক্ষেত্রে চমৎকার অবস্থান ধরে রেখেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকদের অন্তর্দ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছে যে, এক পক্ষ অপর পক্ষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ক্যাম্পাসের ভিতরে বা বাইরে অপমান ও লাঞ্ছিত করতে পিছপা হয় না।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, এই অন্তর্কলহের মূলে রয়েছে শিক্ষক প্রতিনিধি নির্বাচন কেন্দ্রিক দলাদলি। এক্ষেত্রে নির্বাচনে পরাজিত পক্ষ ও বিজয়ী প্রার্থীদের এবং তাদের পক্ষের শিক্ষকবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। পর পর তিন বারের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নূরুন্নবীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত তথ্য পাঠিয়ে তারা শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নূরুন্নবীসহ আরো দুজন সহকর্মীর বিরুদ্ধে দুদকের নিকট অভিযোগ দায়ের করেছেন, যা কেবলই হয়রানির নামান্তর!
শিক্ষকদের এ জাতীয় হীন কোন্দল ও দলাদলিতে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যাতে ধ্বংসের দ্বারপ্রান্তে না পৌঁছে এবং শিক্ষকদের ব্যাপারে কোমলমতি শিক্ষার্থীদের মনে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই উদ্যোগ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন অভিভাবকরা।



