হাওলাদার বেলাল : বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা রাজাপুরের ৪নং গালুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২১ জানুয়ারী ( বুধবার ) বাদ মাগরিব ঝালকাঠির রাজাপুরের ৪নং গালুয়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম পুটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল গাজীর সভাপতিত্বে ও গালুয়া ইউনিয়ন যুবদলের দলের সাধারন সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম করিরের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ঝালকাঠি -১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবদুল কালাম আজাদ,
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মিনার মাহমুদ জুয়েল, ঝালকাঠি জেলা ওলামাদলের সদস্য সচিব আহসান হাবিব সোহাগ, জেলা জিয়া মঞ্চের আহবায়ক জাহাঙ্গীর আলম জুয়েল, যুগ্ম- আহবায়ক মো: সবুর মোল্লা, রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খান পনির।
আরো বক্তব্য রাখেন, গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শামীম তালুকদার, গালুয়া ইউনিয়ন যুবদল নেতা লিটন খান,নাজমা আক্তার, ইলিয়াছ গাজী, জাহিদুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনা করেন পাশাপাশি ঝালকাঠি- ১আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামালের জন্য ভোট প্রার্থনা করেন বক্তারা।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে রাজাপুর- কাঠালিয়া হবে মাদক ও সন্ত্রাস মুক্ত। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে জামাল ভাইকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ।
বক্তারা আরো বলেন, রাজাপুর কাঠালিয়ার একমাত্র আপনজন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল ভাই। তাকে নির্বাচিত করলে রাজাপুর কাঠালিয়ার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।



