বিশ্বকাপ দলে ছিলেন না সৌম্য সরকার। এই আসরের পর খুব বেশি ঘরোয়া ক্রিকেটও হয়নি। সাম্প্রতিক সময়ে আহামরি কিছু করতেও পারেননি সৌম্য। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের দলেই ডাক পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
আজ প্রথম ওয়ানডেতে একাদশেও সুযোগ মেলে সৌম্যের। তিনি ব্যাট হাতে ডাক খেয়েছেন। আর বল হাতে ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান। ম্যাচ শেষে সৌম্যের এমন বাজে পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এনামুল হক বিজয়কে।
বিজয় বলেন, ‘আসলে কোনো খেলোয়াড়কে নিয়ে কোনো খেলোয়াড়ের কমেন্টস করা তো কোনো মতেই যায় না। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে। আর একটা খেলোয়াড়কে আমরা টিমমেট হিসেবে সাপোর্ট করব। এটা আমাদের একদম ভেতর থেকে আসে।’
‘যেই খেলোয়াড়ই দলে আসুক আমাদের প্লেয়াররা শতভাগ তাকে সাপোর্ট করবে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেবে আসবে, কে আসবে ন। কিন্তু খেলোয়াড় হিসেবে যখন আমরা একসাথে খেলব আমাদের এটা একটা দায়িত্ব যে প্লেয়ারকে সাপোর্ট করা।’- যোগ করেন বিজয়।
সৌম্য খেলেছেন আজ ফিফথ বোলার হিসেবে তবে সফল হতে পারেননি। বিজয় বলেন, ‘আসলে, এটা অবশ্যই টিম ম্যানেজমেন্টের বিষয়, অধিনায়কের বিষয়। তাকে নিয়ে আশা করেছিল সে হয়তো ভালো করেনি। কিন্তু তাকে নিয়ে তো আশা ছিল যে ভালো করবে। কোনো সিদ্ধান্তই আসলে ভুল না। আবার কোনো সিদ্ধান্তই আসলে সঠিক না। আমি মনে করি যে হতে পারত এটা একটা ভালো সিদ্ধান্ত। ও যেভাবে ঘরোয়াতে বল করে, উইকেট বের করে ফেলে সেট ব্যাটসম্যানের। সেটা হয়তো আশা করেছিল কিন্তু হয়নি, সফল হয়নি।’