রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কা আহত রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।
শনিবার( ১৬ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) তার মৃত্যু হয়। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই মো. এনামুল জানান, আমার ভাই একটি বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। শুক্রবার ভোরের দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানা এলাকায়। আমার বাবা নাম আব্দুল হালিম (মৃত)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।