হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কৃতি সন্তান বড়ইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক বড়ইয়া ইউনিয়ন পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাদাৎ হোসেন কাজল মোল্লাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বড়ইয়া ইউনিয়ন বাসী।
বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ জানান, কাজল মোল্লা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে বড়ইয়া ইউনিয়ন পরিষদে কোনো প্রকার দুর্নীতি থাকবে না।
তারা আরো জানান, তিনি যখন বড়ইয়া ইউনিয়ন পরিষদ আঠারো উনিশ বছর মেম্বর ছিলেন, তখন তার ওয়ার্ডে নিজ অর্থায়নে বহু রাস্তাঘাট নির্মাণ করেছে।
এছাড়াও তিনি একজন দানবীর মানুষ সমস্যাগ্রস্থ মানুষ যখনই তার কাছে গিয়েছে তখনই তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও তিনি এখনো ভাঙাচোরা রাস্তাগুলো তার ব্যক্তিগত উদ্যোগে মেরামত করছেন।
পালট গ্রামের জনসাধারণ জানান, সম্প্রতি পালটের প্রবেশদ্বার বড়ইয়া ইউনিয়নের কাচারীবাড়ী বাজারের পূর্ব পাশের রাস্তাটি উত্তর পালট লঞ্চঘাট পর্যন্ত গিয়েছে রাস্তাটিতে থাকা প্রতিটি ব্রিজের ঢাল ছিলো মরন ফাঁদ। এসব ব্রিজের ঢালে প্রতিদিনই মোটর সাইকেল, ইজি বাইক দুর্ঘটনার শিকার হতো। সেইসব ব্রিজের ঢাল তার নিজ অর্থায়নে মেরামত করেছেন কাজল মোল্লা। এমন একজন দারবীর সমাজ সেবক যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় তাহলে বড়ইয়া ইউনিয়ন বাসীর দুঃখ দুর্দশা অচিরেই লাগব হবে।
তারা আরো জানান, কাজল মোল্লা একজন সমাজ সেবকই নয় তিনি একজন বড় মনের অধিকারী বড়ইয়া ইউনিয়নের গরীব দুঃখী মানুষ তার কাছে গিয়ে সহজেই তাদের দুঃখের কথা বলতে পারে। অনেককেই তিনি ঘর, ঘর তৈরির টিন, খাদ্যদ্রব্য, অনেক অভাবী পিতার কন্যার বিবাহের ব্যবস্থাসহ রাস্তাঘাট, মসজিদ, মসজিদের ঘাটে মুসুল্লিদের ওজু করার জন্য ঘাটলা এবং টাকা পয়সাও দান করেন।
আগামী ইউপি পরিষদ চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে শাহাদাৎ হোসেন কাজল মোল্লার কাছে জানতে চাইলে তিনি জানান, বড়ইয়া ইউনিয়ন বাসীর প্রতি আমার আস্থা আছে আমি নির্বাচন করলে তারা আমাকে বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবে। আমি আঠারো-উনিশ বছর বড়ইয়া ইউনিয়নের ৯ নং পালট ওয়ার্ডের ইউপি সদস্য ছিলাম। আমি আমার ব্যাক্তিগত অর্থায়নে অনেক রাস্তাঘাট করেছি। যতটুকু পেরেছি ইউনিয়ন বাসীর পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। আমি বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলে এ ধারা অব্যহত থাকবে।