চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। চুনারুঘাট থেকে ৫০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেকটলা গ্রামের মোঃ দেলবোরের ছেলে মোঃ নাসির আলী (২৭) ও খালিদ শেখের ছেলে মোঃ আমির শেখ (৩০)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ তথ্য দেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। এর আগে সকালে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট পৌরসভার বাজার মসজিদ মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ওই ২জনকে গ্রেফতার করে।
পরে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের ও জব্দকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।