সাউথইস্ট সাউথইস্ট ব্যাংক পিএলসি, সম্প্রতি এর রপ্তানিকারক গ্রাহকদের প্রতিনিধি কর্মকর্তাদের জন্য “ইম্পর্টেন্স অফ টাইমলি এন্ড এরররলেস রিপোর্টিং অফ এক্সপোর্ট ট্রান্সেকশন্স ইন অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম (ওমেস) ফর দি এক্সপোর্টার ক্লায়েন্টস অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস ইন ঢাকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
ব্যাংকটির ট্রেইনিং ইনস্টিটিউটে আয়োজিত উক্ত কর্মশালায় ব্যাংকের ঢাকাস্থ বিভিন্ন এডি শাখার ৭০ জন রপ্তানিকারক গ্রাহকের প্রতিনিধি কর্মকর্তা অংশগ্রহন করেন। কর্মাশালার মূল প্রতিপাদ্য ছিল রপ্তানিকারক গ্রাহকদের প্রতিনিধি কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের অনলাইন এক্সপোর্ট মনিটরিং সিস্টেম বা (ওমেস) এ সময়মত এবং সঠিকভাবে রিপোর্টিং করার পদ্ধতি এবং এর গুরত্ব সম্পর্কে আলোকপাত করা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশান ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক, সুজাত আলী প্রধান উক্ত প্রশিক্ষণ কর্মশালার নেতৃত্ব দেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞ কর্মকর্তার নিকট হতে রপ্তানি বানিজ্যের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক পরামর্শ গ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন, মোঃ জাকির ইমতিয়াজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সেন্ট্রাল ট্রেড সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং সায়মা বানু, ডিরেক্টর, ট্রেনিং ইন্সিটিটিউট।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। হোসেন তার বক্তব্যে অংশগ্রহনকারীদের স্বাগত জানিয়ে সাস্প্রতিক পরিবর্তনগুলোর সাথে নিজেদেরকে আরও হাল নাগাদ রাখার পরামর্শ প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা ও সার্কুলারসমূহ মেনে নির্ভুলভাবে রপ্তানি বানিজ্যের সাথে সংশ্লিষ্ট লেনদেন সম্পাদন ও রিপোর্টিং এর উপর গুরুত্বারোপ করেন।
সর্বোপরি, তিনি রপ্তানিকারকদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আনয়ন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে সাউথইস্ট ব্যাংক পিএলসি এর সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।