যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে “স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত হয়। গত রোববার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপ রতন পাইন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ডিএমডি এবং সিআরও আখলাসুর রহমান ভূঁইয়া।যশোর জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের কর্মকর্তা, জেলার ৪৩টি বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
আলোচকরা শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিংয়ের সুযোগ-সুবিধা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।