আজ রাওয়া কনভেনশন সেন্টারে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের এমবিবিএস ১০ম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ উত্তম কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল, এমপি। প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চিকিৎসকগণ দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহার এর দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এর চেয়ারম্যান ও এফবিবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তেজগাঁও বিভাগ এর উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, বিতার্কিক ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডাঃ আব্দুন নূর তুষার, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, এবং পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক।
বক্তারা নবীন শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হবার পাশাপাশি ভালো মানুষ হবার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকগণ নবাগত দেশী-বিদেশী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডাঃ ফজলুল করিম এবং একাডেমিক পাঠ্যসূচি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও কোর্স কো-অর্ডিনেটর ফেইজ ১ অধ্যাপক ডাঃ এ.কে.এম খায়রুজ্জামান। নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরন করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।