অর্থনৈতিক বার্তা পরিবেশক : শরীয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক।
আজ বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এখন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এরপর সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
একীভূত হওয়ার বিষয় জানতে চাইলে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান বলেন, ‘এ বিষয় আলোচনা হয়েছে। এখন বোর্ড মিটিং চলছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বেশি কিছু বলা যাবে না।’
যেসব ব্যাংকের দীর্ঘদিন ধরে অবস্থা খারাপ তাদেরকে ভাল ব্যাংকের সঙ্গে একীভূত করার কথা বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এ সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এবছরের ডিসেম্বরের মধ্যে নিজেরা উদ্যোগ নিয়েই অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হতে পারবে খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলো। তবে তাদের পরিচালকরা একীভূত ব্যাংকে পরিচালক থাকতে পারবে না।
প্রতিষ্ঠার পর থেকেই নানা আলোচনায় ছিল পদ্মা ব্যাংক। প্রথমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের উদ্যোগে ফারমার্স ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়েছিলো। পরে নানা কেলেংকারিতে ধুকতে থাকে ব্যাংকটি। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক হয়। কিছুদিন আগে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফতও পদত্যাগ করেন।
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক এক প্রতিবেদনে দেশের ১২টির অবস্থা খুবই খারাপ বলে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে ৯টি ব্যাংক ইতোমধ্যে রেড জোনে চলে গেছে। অন্য ৩টির অবস্থান ইয়েলো জোনে অর্থাৎ রেড জোনের খুব কাছাকাছি।
২০২৩ সালের জুন থেকে অর্ধ-বার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ।