ক্রীড়া প্রতিবেদক: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
চট্টগ্রামে মঙ্গলবার ২০ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১৬৫ রান। জিম্বাবুয়ে ২০ ওভারে করতে পারে ৯ উইকেট ১৫৬।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খুব ভালো হয়নি। আগের ম্যাচের মতোই ব্যর্থ হন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
দুঃসময়ের চক্রে থাকা লিটন কুমার দাস আউট হন দৃষ্টিকটুভাবে। ব্লেসিং মুজারাবানিকে টানা দুই বলে স্কুপ করতে গিয়ে ব্যর্থ হয়েও পরের বলে আবার একই চেষ্টায় বল স্টাম্পে টেনে আনেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান (১৫ বলে ১২)।
এই নিয়ে টানা ১০ টি-টোয়েন্টিতে ফিফটি নেই লিটনের।
তার উদ্বোধনী জুটির সঙ্গী তানজিদ হাসান ফেরেন ২২ বলে ২১ রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ রানে বোল্ড হন প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজার বলে।
৬০ রানে ৩ উইকেট হারানো দলকে উদ্ধার করেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। চতুর্থ উইকেটে ৫৮ বলে ৮৭ রান যোগ করেন দুজন।
প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে ৩৮ বলে ৫৭ রান করেন হৃদয়। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন জাকের।
শেষের আগের ওভারে দুর্দান্ত দুটি ইয়র্কারে দুজনকেই বোল্ড করেন মুজারাবানি।
রান তাড়ায় জিম্বাবুয়ে শুরুতেই পিছিয়ে পড়ে লড়াই থেকে। পাওয়ার প্লেতে উইকেট হারায় তারা তিনটি। অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও অধিনায়ক রাজা ব্যর্থ হন আবার। ওপেনিংয়ে টাডিওয়ানাশে মারুমানি কিছুটা সময় ক্রিজে কাটিয়ে ২৬ বলে ৩১ রান করেন।
পরে সাতে নেমে দুটি করে চার-ছক্কায় ১০ বলে ২১ রান করেন জোনাথান ক্যাম্পবেল।
নবম উইকেট জুটিতে ৩০ বলে ৫৪ রান করে ম্যাচ জমিয়ে তোলেন ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাজদা। শেষ ওভারে দুটি বাউন্ডারিতে ব্যবধান আরেকটু কমান মুজারাবানি। দুটিকরে চার ও ছক্কায় ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন আকরাম, দশ নম্বরে নেমে যা জিম্বাবুয়ের রেকর্ড।
সিরিজের শেষ দুই ম্যাচ শুক্রবার ও রোববার, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৫ (লিটন ১২, তানজিদ ২১, শান্ত ৬, হৃদয় ৫৭, জাকের ৪৪, মাহমুদউল্লাহ ৯*, রিশাদ ৬*; আকরাম ৪-০-৪৪-১, মুজারাবানি ৪-০-১৪-৩, রাজা ৪-০-৩৮-১, মাসাকাদজা ৪-০-৩৪-০, জঙ্গুয়ে ৪-০-৩৩-০)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৯ (গাম্বি ৯, মারুমানি ৩১, বেনেট ৫, আরভিন ৭, রাজা ১, মাডান্ডে ১১, ক্যাম্পবেল ২১, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ১৩, আকরাম ৩৪*, মুজারাবানি ৯*; তানভির ৪-০-২৬-১, তাসকিন ৪-০-২১-১, সাইফ উদ্দিন ৪-০-৪২-৩, তানজিম ৪-০-২৬-১, রিশাদ ৩-০-৩৮-২, মাহমুদউল্লাহ ১-০-১-১)।
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: তাওহিদ হৃদয়।