প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী): বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে বলেছেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।
আজ শনিবার দুপুরে চন্দনবাড়ী কামিল মাদ্রাসা মাঠে মনোহরদী উপজেলাধীন মাদ্রাসা সমূহের আয়োজনে শিল্পমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন ।
শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিটি মাদ্রাসায় ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষার অনুরূপ মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।’
চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেসীর, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি ইশরাত জাহান তামান্না, জহিরুল হক জহির, বিভিন্ন মাদ্রাসা প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে মনোহরদী প্রেসক্লাবের নবগঠিত কমিটি শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রী সাংবাদিকদের লেখনির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নযাত্রা সকলের কাছে তোলে ধরার আহবান জানান। এসময় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।