নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, একটি জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় না থাকায় দেশের মানুষ আজ সব বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ সরকার আজ জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। ফলে আজ আমাদের কালো পতাকা নিয়ে রাজপথে দাঁড়াতে হচ্ছে।
তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, কালো পতাকার স্থলে প্রয়োজনে বাঁশের লাঠি হাতে আসবে। আমরা স্বৈরাচার পতন ঘটাবোই ইনশা আল্লাহ।
শুক্রবার (২৬ জানুয়ারি) ‘প্রহসনের নির্বাচনে জনপ্রত্যাখ্যাত ফাইভ পার্সেন্ট সরকারের লুটপাট ও দুঃশাসনের’ বিরুদ্ধে শীর্ষক অনুষ্ঠিত বিক্ষোভ-অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন মজিবুর রহমান।
সংসদ মানেন না জানিয়ে মঞ্জু বলেন, আগামী ৩০ জানুয়ারি অবৈধ সংসদ বসতে যাচ্ছে। আমরা এই সংসদ মানি না। এবি পার্টির সংগ্রাম চলছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশা আল্লাহ।
দলের কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন বিজয়-৭১ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বি এম নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও যুবনেতা খালিদ হাসান।