যশোর জেলা প্রতিনিধি: তাপমাত্রা নিম্নমুখী থাকায় যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার যশোরের সব মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শৈত্যপ্রবাহ অব্যাহতের পূর্বাভাস থাকায় বুধবারও জেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জেলার এক হাজার ২৮৯টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বুধবারও জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের বন্ধ থাকবে।
এ বছর পৌষের শেষ ও মাঘের শুরু থেকে শীতের তীব্রতা বাড়ছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। সোমবার এ তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরের শেষে এবং ২০১৮ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যশোরে দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ বিরাজ ছিল। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার ভোরে যশোরে সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরআগে সোমবার ভোরে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।