বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক, কার্যালয়, টাঙ্গাইল (উত্তর ও দক্ষিণ) এর শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভা গত ২০ জানুয়ারি ব্যুরো বাংলাদেশ অডিটরিয়াম, মধুপুর, টাঙ্গাইল এ অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান।
প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী খান ২০২৩-২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে পরবর্তী করণীয় বিষয়ক নির্দেশনা প্রদান করেন।
মুখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল (উঃ) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আ. ন. ম. বজলুল করিম এর সভাপতিত্বে ব্যাংকের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, ভিজিল্যান্স স্কোয়াড বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন এবং মুখ্য আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল (দঃ) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।