বরিশাল প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। যারা ভোট নিচ্ছিলেন তাদের অনেককে আমি প্রশ্ন করেছি, আপনারা লোকজনকে ভোট দিতে দিচ্ছেন না কেন? তারা উত্তরে বলেছে, ছবির সাথে ভোটারের চেহারা মিলছে না। ২০ বছর আগের ছবির সাথে এখনকার চেহারার মিল না-ই থাকতে পারে, কিন্তু সেটিও তারা খতিয়ে দেখেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন আমরা সম্পন্ন করতে পেরেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি বহু আগে বলেছি পশ্চিমাদের হস্তক্ষেপ কখনোই নির্বাচনকে অবাধ করার জন্য ছিল না, রেজিম চেঞ্জ করাই ছিল তাদের লক্ষ্য। এখনো তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ। এ লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল, কিন্তু দে ফেল্ড। বাংলাদেশের মানুষ তাদের সঠিক জবাব দিয়েছে। আর বিএনপি-জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে, আমরা মাটিতে পড়িনি। এটা তো হয় না, তারা অক্ষমের প্রলাপ করছে। তারা জনগণের কাছে পরাজিত হয়েছে।
তিনি আরও বলেন, মন্ত্রী হওয়া বা না হওয়ার ওপরে কোনো কাজ নির্ভর করে না, নির্ভর করে উদ্যোগের ওপরে। বরিশালের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবেদনশীলতা রয়েছে। বরিশালকে সামগ্রিকভাবে উন্নয়নের চেষ্টা আমরা করতে পারি। বরিশাল শহরের চেহারা পাল্টে দেওয়ার চেষ্টায় প্রয়াত শওকত হোসেন হিরণ কিছু উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি এখনো। অন্য জেলাগুলোর মতো আমি চেষ্টা করেছিলাম বরিশালের সব এমপিদের একত্র করে সমন্বিত উদ্যোগ নেওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি।
ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক নেতা সাইফুর রহমান মিরন, বরিশাল প্রেসবক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন