‘রোড টু ট্রানজিশন’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে পদ্মা ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
পরিচালকমণ্ডলীর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরশেদুল কবীর (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, অগ্রণী ব্যাংক পিএলসি) মো. আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি), শাহনুল হাসান খান, জাহিদুর রহমান সৈয়দ রফিকুল এবং ড. ফারহানা মোনেম (স্বতন্ত্র পরিচালক)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।



