বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) ফাউন্ডেশন এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে (৫৫ পুরানা পল্টন লেন, ভিআইপি রোড, ঢাকা-১০০০) শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বারভিডা প্রেসিডেন্ট ও বারভিডা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ডন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নিম্নআয়ের ১০০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এসোসিয়েশনের সেক্রেটারি জেনালে মোহাম্মদ শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, জিয়াউল ইসলাম জিয়া, আবু হোসেন ভূইয়া রানু, মোঃ নাজমুল আলম চৌধুরী, মোঃ লাবু মিয়া হাজী রুবেল, পুনম শারমিন ঝিলমিল ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।