দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
২০২০ সালের ১৫ ডিসেম্বর প্রথম দফায় তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নাসিরুজ্জামান সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে বিএডিসির চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
মো. নাসিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।