স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম দুই ম্যাচে হারের কারণে শেষ টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নেমেছে পাকিস্তান। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে শান মাসুদের দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার পেসারদের হাতে নাস্তানাবুদ হয়েছেন পাকিস্তানের ব্যাটাররা।
সিডনিতে ব্যাট করতে নেমে দলীয় রানের চাকা ঘোরার আগেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত যান ওপেনার আবদুল্লাহ শফিক। স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ হন তিনি।
নিজের অভিষেক ম্যাচ রাঙাতে পারেননি আরেক ওপেনার সাঈম আইয়ুব। তিনিও ফেরেন ২ বলে ০ রান করে। হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ধরা পড়েন তিনি।
বাবর আজম তো গত বছরের পুরোটা সময় ধরেই ব্যাট-বলে যুদ্ধ করছেন। কোনো ভাবেই নিজের চেনা রূপে ফিরতে পারছেন না। আজও নিজের দলের লজ্জা এড়ানোর ম্যাচেও নিজেকে তুলে ধরতে পারলেন না। যদিও দলীয় ৪ রানের মাথায় দুই ওপেনারের বিদায়ের পর দলকে কিছুটা সামনে এগিয়ে নিয়ে এসেছেন বাবর। ৪০ বলে ২৬ রান করে কামিন্সের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন তিনি।
এরপর ব্যাট করতে নামা সৌদ শাকিল ফিরেছেন ১২ বলে ৫ রান করে। কামিন্সের বলে ক্যারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তারপর দলের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। তবে এখনো দলের বিপদ কাটিয়ে তুলতে পারেননি তারা। ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়ে আবার ব্যাট শুরু করেছেন তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে — রান। শান মাসুদ খেলছেন ৩৫ রানে, মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ২৮ রানে।