ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ইকবাল হোছাইন ও আলমগীর হোসেন মূল্যবান বক্তব্য দেন। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহ্কে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণির গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।