পরিস্কার রাখি পরিবেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরীর লক্ষ্যে এক “বর্ণাঢ্য র্যালী”
করেছে নিবরাস মাদরাসা। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এই র্যালী হয়।
জানা গেছে, ডে-শিফটের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত র্যালীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানার অফিসার ইনচার্জ (সি) মোঃ রফিকুল ইসলাম, বনশ্রী সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শাহ মোঃ ওয়ালীউল্লাহসহ বনশ্রী সোসাইটি ও নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীদের হাতে লেখা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বনশ্রীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সি-ডি এভিনিউতে এসে শেষ হয়।