শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ হাইকমিশনার স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এই শুভলগ্নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।
এরপর মহান মুক্তিযুদ্ধের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সবাইকে চাইনিজ ভাষায় গান শুনিয়ে মনোরঞ্জন করেন লা ভিডা নামক সংস্থার সদস্য জোসিফিন। বাংলাদেশ কমিউনিটির সদস্য জাকির হোসেন দেশাত্মবোধক গান ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ গেয়ে শোনান।
বাংলাদেশের হাইকমিশনার তার বক্তব্যে প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি মহান স্বাধীনতার প্রধান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতি, যার সবল ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের মানচিত্রে ‘উন্নয়নের বিস্ময় ও রোল মডেল’ হিসেবে মর্যাদা লাভ করেছে।
হাইকমিশনার মহান বিজয় দিবসের শুভক্ষণে সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এবং বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মানে আত্মনিয়োগ করার আহ্বান জানান।