নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক চরম অব্যবস্থাপনা ও সংকটের মধ্য দিয়ে এক অন্ধকার যুগ পার করছে, একের পর এক অনিয়ম ও লাগামহীন অব্যবস্থাপনার মাঝে নতুন পাতার সংযোজন হলো মহান বিজয় দিবস -২০২৫ পালনের প্রস্তুতি সভাকে ঘিরে।
ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও জনসংযোগ ও প্রটোকল বিভাগের উপমহাব্যবস্থাপক কে.এম. হাবিবুন্নবী এর স্বাক্ষরিত সদ্য প্রকাশিত এক চিঠি মারফত জানা যায়, মহান বিজয় দিবস -২০২৫ পালন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে। যেখানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকগন,প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগন,সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকগন, তথাকথিত সভাপতি দাবী করা বিকেবির সাবেক পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক দাবী করা মিরাজ হোসেন, যাদের কোন বৈধ স্বীকৃতি পাওয়া যায় নি। তথ্য অনুসন্ধান করে এটা জানা যায় তারা দুজনই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারী আসামী। চিঠিতে জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক দাবীকারী জাহিদ হোসেনের উপস্থিতির তথ্য পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহাব্যবস্থাপক জানান, জাতীয়তাবাদী ফোরাম একটি জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী পূনর্বাসনের লক্ষ্যে ডিজাইন করা স্বঘোষিত একটি সংগঠন যার দলীয় কোন স্বীকৃতি নেই, অনেকটা জন্মপরিচয় হীন শিশুর মত, যার প্রধান এবং একমাত্র পৃষ্ঠপোষক বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
আমাদের তথ্য অনুসন্ধানে জানা যায় এই তথাকথিত জাতীয়তাবাদী ফোরামের কোন দলীয় অস্তিত্ব নেই, এটি পুরোপুরি ভূয়া যার প্রধান সমন্বয়ক ৫ আগষ্টের পর মানবসম্পদ বিভাগ জোরপূর্বক ক্ষমতা নেয়া উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন। আমাদের কাছে প্রাপ্ত তথ্যানুযায়ী এই উপমহাব্যবস্থাপকের বিএনপির সাথে কোন সংশ্লিষ্টতা পাওয়া যায় নি, এমনকি ছাত্র এবং কর্মজীবনে কোন কমিটিতেও তিনি ছিলেন না। কিন্তু তার চাকুরিকালে বিভিন্ন সময়ে আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টতা ও সখ্যতার বহুবিধ প্রমান পাওয়া গেছে।
এরুপ জাতীয় তাৎপর্যপূর্ন অনুষ্ঠান উদযাপন বিষয়ক সভায় কোন বৈধ সংগঠনের উপস্থিতি না থাকায় বিশেষকরে অত্র ব্যাংকের জিয়া পরিষদের কেউ আমন্ত্রিত না থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান কার্যালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এই বৈধতাহীন সিবিএ কমিটি এবং নব্য জন্ম নেয়া অবৈধ, ভুয়া জাতীয়তাবাদী ফোরাম ৫ আগষ্টের পর বাংলাদেশ কৃষি ব্যাংকে নজিরবিহীন লুটপাট করে খাচ্ছে, এ ব্যপারে বারংবার অভিযোগ করা হলেও এর মদদদাতা ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী কোন ব্যবস্থা গ্রহণ করেনি, উপরন্তু তিনি এদের সার্বিক পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।
এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একই ব্যাপারে উপব্যবস্থাপনা পরিচালক -২ খালেকুজ্জামান জুয়েলকে জিজ্ঞেস করা হলে তিনি বিষটি এড়িয়ে যান।
এ ব্যাপারে জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেনের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বিকেবিতেও পতিত ফ্যাসিস্ট এর দোসরা অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত , তারা বিজয় দিবসের প্রস্তুতি সভায় জিয়া পরিষদকে অন্তর্ভুক্ত না করে তারা প্রমাণ করেছে তারা ফেসিস্ট ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবিষয়ে অবগত আছেন ।
একই ব্যাপারে উপব্যবস্থাপনা পরিচালক -২ খালেকুজ্জামান জুয়েলকে জিজ্ঞেস করা হলে তিনি বিষটি এড়িয়ে যান।
এব্যাপারে জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেনের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো বিকেবিতেও পতিত ফ্যাসিস্ট এর দোসরা অপকর্ম ও ষড়যন্ত্রে লিপ্ত , তারা বিজয় দিবসের প্রস্তুতি সভায় জিয়া পরিষদকে অন্তর্ভুক্ত না করে তারা প্রমাণ করেছে তারা ফেসিস্ট ।বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বিষয়ে অবগত আছেন ।এই নৈরাজ্যের অবসান ঘটানো সময়ের দাবি। আমরা মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করবো নিজস্ব আঙ্গীকে



