নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ সোমবার (১৫ই ডিসেম্বর) এক বিবৃতিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সাংবাদিক সমাজের কাছে অত্যন্ত পরিচিত মুখ ও পেশাদার সাংবাদিক আনিস আলমগীর। মতপ্রকাশের ক্ষেত্রে স্পষ্টবাদিতার কারণে তিনি সাংবাদিক সমাজের কাছে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি প্রত্যাশিত নয়।
মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, সরকারের উচ্চপর্যায় থেকে এ কথা বারবার বলা হলেও তা বারবারই লংঘন করা হচ্ছে । যখন রাষ্ট্রে কোনো ব্যক্তি স্বাধীনভাবে তার মতপ্রকাশ করতে পারেন না, তখন রাষ্ট্র তার স্বাধীনতায় রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আনিস আলমগীরের মুক্তির পাশাপাশি হত্যা মামলায় কারাগারে থাকা অন্যান্য সাংবাদিকদেরও অবিলম্বে মুক্তির দাবি জানান।



