নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতাবিরোধী একটি জঙ্গি সংগঠনের পক্ষ নিয়ে উস্কানিমূলক নিউজ করছে ভারতের নিউজ চ্যানেল ভ্যানগার্ড।
ভারতের ত্রিপুরা রাজ্যে নিউজ ভ্যানগার্ডে বাংলাদেশকে নিয়ে পুরোপুরি মিথ্যা খবর প্রকাশ করা হয়। ভ্যানগার্ডের ওই বুলেটিনে বলা হয়েছে, আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ বুলেট ট্রেন চালানোর ঘোষণা করছে জামাত!
প্রশ্ন হচ্ছে ভারতের নিউজ ভ্যানগার্ড নামক চ্যানেলটা কি বাংলাদেশ জামাতের মুখপাত্র ? অথচ বাংলাদেশে এখনো বুলেট ট্রেনের কোন প্রকল্পই গ্রহণ করেনি বাংলাদেশের অন্তরভর্তি সরকার। তাহলে নিউজ ভ্যানগার্ড কিভাবে বলছে বুলেট ট্রেনের কথা? জামাতের সঙ্গে নিউজ ভ্যানগার্ডের কি কোন গোপন সম্পর্ক রয়েছে? যার ফলে এত বড় মিথ্যা নিউজ প্রকাশ করল ত্রিপুরার নিউজভ্যানগার্ড চ্যানেল কর্তৃপক্ষ।
তবে নিউজ ভ্যান গার্ডের খবরের হেড লাইনের সঙ্গে জামাতের নেতৃত্বর বক্তব্য পরস্পর বিরোধী। নিউজ ভ্যানগার্ড চ্যানেলের খবরের যে বক্তব্য প্রকাশ হয়েছে তাতে স্পষ্ট শোনাযায়, জামাত বলেছে তারা দু বছরের মধ্যে এক্সপ্রেস ট্রেন চালু করতে চায়। বাইটে কোথায় রয়েছে বুলেট ট্রেন চালানোর ঘোষণা ?
জামাতের কোন বক্তব্যে যদি এমন প্রতিশ্রুতি না থাকে তাহলে এই খবর চালানোর মানে কি ? এমন মিথ্যা খবর প্রকাশ করে নিউজ ভ্যানগার্ড কোম্পানির মালিক কি লাভ পেলেন? যতদূর শোনা যায়, জামাতকে নরেন্দ্র মোদি সরকার পছন্দ করেনা।
স্বাভাবিকভাবে ত্রিপুরার বিজেপি শাসিত ডক্টর মানিক সাহার সরকার পছন্দ করবেন না। এই খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের বহু সাধারণ মানুষ নিউজ ভ্যানগার্ডের নামে ছি ছি রব তুলেছেন।



