বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নেত্রকোণা জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ গত ২৮ জুন অনুষ্ঠিত হয়। সম্মেলনের লীড আয়োজক ছিলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। জেলার পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে নেত্রকোণা জেলায় কার্যরত ২৪টি তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে।
সম্মেলনে ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুূক্তির আওতায় এনে তাঁদের মাঝে সঞ্চয়ের মনোভাব সৃষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও চীফ অপারেটিং অফিসার মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ শাখার পরিচালক মোঃ এনামুল করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ এমদাদুল হক এবং সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা কর্পোরেট শাখার এজিএম দীপক চন্দ্র।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সানি মোঃ শাহারিয়ার ইসতিয়াক। ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এফএভিপি ও নেত্রকোণা শাখা প্রধান মোঃ রবিউল করিম, এভিপি এবং ইনস্টিটিউশনাল লায়াবিলিটি মার্কেটিং ডিভিশন প্রধান তপন জেমস রোজারিও সহ ব্যাংকের প্রধান কার্যালয় ও নেত্রকোণা শাখার অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়াবিলিটি মার্কেটিং ডিভিশনের সহযোগীতায় ব্যাংকের নেত্রকোণা শাখা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।



