হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: টার্গেট এ প্লাস একাডেমির আয়োজনে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদয় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর বাজারে অবস্থিত এ প্লাস একাডেমির এইচ এস সি ব্যাচ ২০২৫ আজ ২৪ জুলাই ( মঙ্গগলবার) সকাল ১০ টায় এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিদয় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি টার্গেট এ প্লাস একাডেমির কর্ণধর মো: জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এ কোচিং সেন্টারের পরিচালক মো: ফেরদৌস হোসেন, সহকারী পরিচালক মো: সোলাইমান হোসেন, সহকারি শিক্ষক মো: রাসেল মৃধা সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বড়ইয়া ডিগ্রি কলেজ ও উত্তমপুর আব্দুল মালেক ডিগ্রি কলেজএবং আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
উপস্থিত ছিলেন, টার্গেট এ প্লাস একাডেমির ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী।



