সম্প্রতি ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যাংক এবং স্বনামধন্য কর্পোরেট হাউস শান্তা হোল্ডিংস-এর নতুন উদ্যোগ, শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এর সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ঢাকা ব্যাংক তার ডিস্ট্রিবিউশন চ্যানেলে ব্যবহার করে গ্রাহকদের ব্যাংকাসুরেন্স সেবা প্রদান করবে।
ঢাকা ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ ঢাকার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংকের: এ. কে. এম. শাহনেওয়াজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; এ. এম. এম. মইন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা, মোস্তাক আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও, শেখ আব্দুল বাকির, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোসলে সাদ মাহমুদ, হেড, লায়াবিলিটি ও ক্যাশ ন্যানেজমেন্ট ইউনিট।
• শান্তা লাইফ ইন্স্যুরেন্সের: এম. খুরশীদ কাইসার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ডিস্ট্রিবিউশন কর্মকর্তা মাজেদুর রশিদ চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সেক্রেটারি; এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ব্যাংকাসুরেন্স কর্মকর্তা।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঢাকা ব্যাংক তার বিস্তৃত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বিশেষায়িত ইন্স্যুরেন্স পলিসি গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। এটি ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন আর্থিক পণ্য ও সেবা গ্রহণের সুযোগ তৈরি করবে।
ঢাকা ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বলেন, ” ব্যাংকাসুরেন্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেবার সমন্বয়ে আর্থিক সুরক্ষা বৃদ্ধি করে। ঢাকা ব্যাংক ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সের এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের গ্রাহকরা আরও সুবিধাজনক ও বিশেষায়িত ইন্স্যুরেন্স সেবা পাবেন, যা অর্থনৈতিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি আমাদের নতুন উদ্ভাবন ও দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের প্রতিশ্রুতিরই প্রতিফলন।”
শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিইও নাফিস এ আহমেদ বলেন, “বাংলাদেশে ইন্স্যুরেন্স খাতের জন্য ব্যাংকাসুরেন্স একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। আমরা আশা করি, এই ধরনের প্রাতিষ্ঠানিক চুক্তি দীর্ঘমেয়াদে গ্রাহকদের জন্য লাভজনক হবে।”
এই সমঝোতা চুক্তি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ইন্স্যুরেন্স পলিসি গ্রহণের জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরির অগ্রযাত্রা হিসেবে কাজ করবে। একই সঙ্গে, ব্যাংক কর্মীদের ব্যাংকাসুরেন্স সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করবে।
এই অংশীদারিত্ব ব্যাংক ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দীর্ঘমেয়াদে এই সহযোগিতাকে আরও সুগম করার পথ তৈরি করবে ।