নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিসিআই বোর্ডরুমে সভাটি অবুস্থিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআই’র সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
সভায় ৩৭তম সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়। সভাপতি বিগত ২৩-২৪ অর্থবছরে বিসিআই’র কার্যক্রম ও ঐ সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন। ২০২৩-২০২৪ অর্থবছরের অডিটেড হিসাব অনুমোদন করা হয় এবং ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়।
অত:পর বিবিধ এজেন্ডাতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিসিআই’র সদস্য ওবায়দুর রহমান, বিএসআরএম’র প্রতিনিধি সৌমিত্র কুমার মুৎসুদ্দি, ভিসতা ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, আল-বাকারা হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও বিসিআই নবনির্বাচিত পরিচালক আহসান খান চেীধুরী, সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান, মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিসিআই’র সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল ও মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বিসিআই’র সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি মেজর জেনারেল (অব:) এসএম শাহাবউদ্দিন।
বিসিআই সভাপতি সকলের বক্তব্য শোনেন এবং বলেন আমি আনন্দিত ব্যবসায়ী নেতাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে আজ। তিনি বলেন আপনাদের সকলের সহযোগীতা ও সমর্থন নিয়ে বিসিআই তার সদস্যদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের একক ও একমাত্র জাতীয় শিল্প চেম্বার হিসেবে বিসিআই দেশের সকল প্রকার শিল্পের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করে চলেছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে শিল্পের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মহলের সাথে কাজ করে চলেছে।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য যারা সেবা দেবেন তাদের ব্যবসায়িদের সমস্যাগুলো বুঝতে হবে, তাদেরকে আমাদের অবহিত করনের মাধ্যমে বুঝাতে হবে।পলিসে লেবেল যারা আছেন তাদের নিকট ব্যবসায়ীদের সমস্যা সম্মিলিতভাবে তুলে ধরে, এ ধরনের সমস্যার ফলে ব্যবসা ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়ছে তা তাদের নিকট বোধগম্য করতে হবে। তারা যদি ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝতে পারেন তবে তা সমাধানে উদ্যোগী হবেন এ লক্ষ্য নিয়ে সকল চেম্বার ও এসোসিয়েশনকে তাদের প্রস্তাবনা তুলে ধরার জন্য অনুরোধ জানান ও বিসিআইটর কর্মকান্ডকে সমর্থন করার অনুরোধ জনান। তিনি বিসিআই’র সকল পরিচালক ও নবনির্বাচিত পরিচালকদেরকে (২০২৫-২০২৭) সভায় পরিচয় করিয়ে দেন।
সভার শেষভাগে বিসিআই এর উর্দ্ধতন সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।