বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেডা) ৩১তম (২০২৩-২৪) বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
৩১তম সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাফেদার নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ আবুল হাসেম।
সভায় অন্যান্যদের মধ্যে জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদ ইসলাম, অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় আরও টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ এবং সদস্য ব্যাংকসমূহের ট্রেজারি বিভাগের প্রধানগণ অংশ নেন।