নিজস্ব প্রতিবেদক: যে সমাজে সুন্দর, সুকুমারবৃত্তি, ন্যায়-ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয় সে সমাজই ভালো থাকে এবং সুখী, সমৃদ্ধ ও শান্তির সমাজে পরিণত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন সমাজ চাই যে সমাজে মানুষের সব অধিকারের নিশ্চয়তা থাকবে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে যে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন লক্ষ্য করা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না, বরং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি।
তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।
তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এখনো রাজধানীতে শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করব সবাই এই মহতী কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।
তিনি জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা-সহ সাধারণ মানুষের জন্য মেডিকেল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা অ্যাম্বুলেন্সসহ লাশবাহী গাড়ির সেবা দিয়ে থাকি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সব নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পোঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।
তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।