ঢাকা ব্যাংকের ডিইপিজেড শাখা এবং ওবিইউ এর স্থানান্তর এবং শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বাণিজ্যিক কমপ্লেক্স, ওয়ার্ড নং-৬, ধামসোনা, আশুলিয়া, ঢাকা-১৩৪১ ঠিকানায় শাখা এবং এর অফশোর ব্যাংকিং ইউনিট স্থানান্তর করা হয়।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) এ কে এম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে নতুন শাখা উদ্বোধন করেন। ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, এসইভিপি ও আরএমজি ডিভিশনের প্রধান মোকাররম হোসাইন চৌধুরী, এসভিপি ও জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. আলতামাস নির্ঝর, ভিপি ও অফশোর ব্যাংকিং ডিভিশনের প্রধান রুম্মান হাবীব, ডিইপিজেড ব্রাঞ্চ ম্যানেজার হাসান শাফী আহমেদ, কমিউনিকেশন্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের ইনচার্জ রায়হান কাওসার ও ব্যাংকটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা এবং ডিইপিজেডের এইডি আহমেদ মোস্তফা কামাল, লিনিটেক্স স্পোর্টসওয়্যারের একাউন্টস প্রধান সুজন, ইয়ং অপটিক্সের সিইও মেগ্যান লি, ব্যবসায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।