বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম-কে বিএইচবিএফসি’র ‘রুরাল এন্ড পেরি আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়’- এর পূর্ণকালীন প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)’র অর্থায়নে পাঁচ বছর মেয়াদী এ প্রকল্প আগামী ৩০ জুন ২০২৯-এ শেষ হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৮ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করে। জনাব নজরুল বর্তমানে বিএইচবিএফসি’র আইসিটি (সিস্টেম ও অপারেশনস) বিভাগ এবং বৈদেশিক অর্থায়ন ও প্রকল্প ইউনিট এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি