ডিজিটাল ব্যাংকিং এর অভিজ্ঞতা বাড়াতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পার্পেল কেয়ার লিমিটেডের মধ্যে এক চুক্তি সই হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ব্যাংকের টাওয়ার শাখায় এ চুক্তি সই হয়।
কর্পোরেট পেমেন্ট ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে উন্নত ও দক্ষ পেমেন্ট সলিউশন ব্যবহার করে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং এর অভিজ্ঞতা বাড়াতে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে পার্পেল কেয়ার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী এর উপস্থিতিতে শাখা ব্যবস্থাপক মোসলেহ উদ্দীন আহমেদ এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম ও পার্পেল কেয়ারের চেয়ারম্যান আরমান মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তি স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাওয়ার শাখার ডেপুটি ম্যানেজার মো. শাহাবুদ্দিন মজুমদার-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।