সম্প্রতি এমটিবি ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস এবং কৃত্রিম অঙ্গ বিতরণ করেছে। এমটিবি ফাউন্ডেশন ও সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) একসঙ্গে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।
‘প্রতিবন্ধী মানুষদের কৃত্রিম অঙ্গ সংযোজন ও সহায়ক ডিভাইস সরবরাহ করার মাধ্যমে জীবণযাত্রার মান উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পের অধীনে, এমটিবি ফাউন্ডেশন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এংকেল ফুট অর্থোসিস, বিলো নি প্রস্থেসিস, ট্রাইসাইকেল, স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার এবং স্পেশাল চেয়ার প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও সহযোগী গোলাম রাব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর ডিস্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) পরিচালক নাজমুল বারী।