সীমান্ত ব্যাংক পিএলসি’র ৮ম বার্ষিক সাধারণ সভা ২৫ জুন ২০২৪ ইং তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি । উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য স্টক লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়। শেয়ারহোল্ডারবৃন্দ স্বানামধন্য ব্যাংকার আহমেদ কামাল খান চৌধুরীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাবও অনুমোদন করেন।
সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি বলেন, “দেশজুড়ে সাধারণ জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। সেই অভীষ্ট লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। সেবার গুণগত মান ও উৎকর্ষ নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের অগ্রাধিকার। ব্যাংকের ঋণ ও বিনিয়োগ প্রবৃদ্ধির ক্ষেত্রে গুনাগুণ বিচার করে অত্যন্ত সচেতনভাবে অগ্রসর হচ্ছি। ব্যাংকের আর্থিক সূচকের সার্বিক অগ্রগতি অর্জিত হচ্ছে। কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর মূল্যায়নে তা প্রতিফলিত হয়েছে”। শীঘ্রই আইপিও’র মাধ্যমে সর্বসাধারণের জন্য ব্যাংকের শেয়ারে বিনিয়োগ উন্মোক্ত করা হবে বলে পরিকল্পনার কথা ব্যক্ত করেন ব্যাংকের চেয়ারম্যান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতিমধ্যে ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নীত করতে সক্ষম হয়েছি। আগামীদিনে সেবার নেটওয়ার্ক এবং সেবার পরিধি উভয়ই সম্প্রসারণ করা হবে, দেশব্যাপী শাখা ও উপ-শাখা বিস্তারে গুরুত্ব দেয়া হবে। পরিমিত ঝুঁকি গ্রহণের মাধ্যমে সম্পদ বৃদ্ধির উপর জোর দেয়া হবে। ব্যাংক পর্ষদ ও ব্যবস্থাপনার সমন্বিত প্রচেষ্টায় অভীষ্ঠ লক্ষ্য অর্জনে আমরা সক্ষম হবো বলে আশা করি”। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস।