সম্প্রতি একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও সান ফার্মাসিউটিক্যাল (ইজেড)। এ চুক্তির ফলে সান ফার্মাসিউটিক্যালের এমপ্লয়ীরা ইবিএল থেকে বিশেষ সুবিধা ভোগ করবে।
চুক্তির অধীনে, দেশের স্বনামধন্য গ্লোবাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালের এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা পাবেন, যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে- দ্বৈত কারেন্সী কার্ড এবং ঋণ সুবিধা।
সম্প্রতি ইবিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং সান ফার্মাসিউটিক্যালের সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব) মোঃ ওয়াহিদুর রশিদ ইবিএল প্রধান কার্যালয়ে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ইবিএল’র হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন; হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মোঃ জাবেদুল আলম; হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলীম উপস্থিত ছিলেন।