অর্থনৈতিক বার্তা পরিবেশক: বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়ে থাকে কিন্তু বাজেটে ব্যবসায়ীদের কোনো প্রস্তাব রাখা হয়না বলে মন্তব্য করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খান।
আজ ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘জাতীয় বাজেট পরবর্তী’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলী খান বলেন, ‘বাজেটের তিন মাস আগে থেকেই আলোচনা হয়ে থাকে। আমি বিটিএমএর সভাপতি হিসেবে গত পাঁচ বছর ধরে একই আলোচনা করে আসছি। সে আলোচনা কোনো কিছুই এনবিআরের দরজা অতিক্রম করে প্রবেশ করে না। আলোচনাগুলো টেবিলেই থেকে যায়। আমাদের আলোচনা ও পরামর্শগুলো কোনো কিছুই এনবিআর আমলে নেয়না। এনবিআর যেটা ভালো মনে করে যেটাই বাজেটে লিখে।’
তিনি বলেন, ‘বাজেটে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা লক্ষমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় থেকে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা বাজেটে ধরা হয়েছে। এর ভিতরে ৪ লাখ ৮০ হাজার টাকা এনবিআরের আয়, বাকি আয় ননএনবিআরের আয়। কিন্তু একটি জিনিসি করা দেখেন, গরুর দুধ গরুই খাচ্ছে। সরকারের পরিচালনা ব্যয় ৪ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকার যা আয় করে সেটাই তারা ব্যয় করবে। জাতির জন্য একটা টাকাও বরাদ্ধ নেই এনবিআরের।’
তিনি আরও বলেন, ‘গত পাচঁ বছর ধরে একই কথা বলতেছি বাজেটে। এনবিআর বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে কিন্তু তাদের মতো করে তারা বাজেট লিখে। সেখানে বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাব রাখা হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দেশে পাট ও চামড়া শিল্প ধ্বংসের দারপ্রান্তে। এখন শুধু বাকি আছে শিল্প-কারখানা। তবে এভাবে চলতে থাকলে সেটাও বেশি দিন লাগবে না ধ্বংসের দারপ্রান্তে যেতে। ব্যবসায়ীরা এখন ঋণ পাচ্ছে না। ব্যাংকে গেলে বলে কোথায় থেকে ঋণ দিবে। ঋণ সব যাচ্ছে বন্ডে।’
তিনি বলেন, ‘অনেক সংকটময় চলছে এখাতে। সেই সংকট কাটাতে বাজেটে কোন প্রকার বরাদ্দ রাখা হয়নি। যা এই সংকট থেকে উত্তরণের পথ পাওয়া যাবে। তাই প্রস্তাবিত বাজেটে এখানে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রাখছি।’
এদিন আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা এবং সঞ্চালনা করেন ইআরএফ এক্সিকিউটিভ মেম্বার সাইফুল ইসলাম।
এতে সভাপতিত্বে করেন ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধার। আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক।