শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সঙ্গে পেরোল চুক্তি সই করেছে ওপাস টেকনোলোজি লিমিটেড। প্রতিষ্ঠান দুটির মধ্যে ব্যাংকের করপোরেট অফিসে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, ওপাস টেকনোলোজির কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘প্রাইমপে’ উপভোগ করতে পারবেন। পাশাপাশিম করপোরেট পেমেন্টের সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী এবং ওপাস টেকনোলোজির ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও ব্যাংকের হেড অব বাসাবো ব্রাঞ্চ সাবিনা ইয়াসমিন এবং ওপাস টেকনোলোজির এজিএম (ফাইন্যান্স এ্যান্ড অপারেশন) রাশেদুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।