সোনালী ব্যাংক পিএলসি এর ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক এ.বি.এম. রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মো. কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ, গোপাল চন্দ্র ঘোষ, ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম ও কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম অংশগ্রহণ করেন।
সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৪ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়।