নিজস্ব প্রতিবেদক: আবারও বাংলাদেশের রেটিং কমিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ রেটিংস। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ফিচ বাংলাদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে ‘বি প্লাস’ এ নামিয়েছে।
ফিচ বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বল প্রতিফলন দেখাচ্ছে, যা সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও চ্যালেঞ্জিং হতে পারে। ফলে বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
ফিচ রেটিং নতুন পূর্বাভাসে বলেছে, ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ধারাবাহিকভাবে যেসব ব্যবস্থা নিয়েছে, যেমন রিজার্ভের পতন ঠেকাতে ও ডলারের সংকট সমাধানে তা অপর্যাপ্ত ছিলো। সম্প্রতি ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ চালু করা হয়েছে। তবে এর মাধ্যমে রিজার্ভে উন্নতি হবে কিনা তা স্পষ্ট নয় বলেও জানিয়েছে ফিচ।