হজ্জ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে একটি হজ্জ বুথ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। উক্ত ক্যাম্পে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ২০ হাজার পিস ছাতা প্রদান করা হবে।
শনিবার (১১ মে) শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ, মেডিকেল ক্যাম্পের উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ কামরুজ্জামান এবং হাবের প্রেসিডেন্ট এম. শাহাদাত হোসাইন তসলিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লাইয়েন্স বিভাগের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন, ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস, উত্তরা লেডিস শাখার ব্যবস্থাপক বদরুন্নেছা তুলি এবং টঙ্গী এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক আব্দুল মজিদ-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।