হিটওয়েভের এই কঠিন সময়ে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। আর এর মধ্যেও দুর্ভোগটা সবচেয়ে বেশি তাদের, যাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হয় ঘর বা অফিসের বাইরে। চলমান এই পরিস্থিতি মাথায় রেখে আইপিডিসি ফাইন্যান্স তীব্র উত্তাপ মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে পানি বিতরণের উদ্যোগ নিয়েছে।
আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসের নেতৃত্বে আইপিডিসি’র গুলশানে অবস্থিত প্রধান কার্যালয় এবং উত্তরা, মতিঝিল ও ধানমন্ডিতে অবস্থিত শাখা ও মিরপুর উপশাখার কর্মীরা নিজ নিজ কার্যালয়ের এলাকায় সড়কে নেমে এসে এই পানি বিতরণ কর্মসূচিতে সস্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পথচারী, শ্রমিক, রিকশাওয়ালা, সিএনজি চালকসহ সবার মাঝে পানি বিতরণ করা হয়।
সামাজিক দায়িত্ব পালনে এবং কঠিন সময়ে মানুষের সাথেই থাকার ক্ষেত্রে আইপিডিসি’র যে প্রতিশ্রুতি, এই উদ্যোগ তারই প্রতিফলন।