রেমিটেন্স সেবার পরিধি আরো বিস্তৃত করার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য রেমিটেন্স কোম্পানি হ্যালোপয়সা’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।
এই চুক্তির আওতায় প্রবাসী বাংলাদেশিরা হ্যালোপয়সা’র মাধ্যমে বাংলাদেশে তাদের সুবিধাভোগীদের স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
রবিবার ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং হ্যালোপয়সা’র সিইও মুসা মাজরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন, ইভিপি ও সিএফও মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ ও রেমিটেন্স ডিপার্টমেন্টের এভিপি জাকারিয়া মাহমুদ এবং হ্যালোপয়সা বাংলাদেশের কান্ট্রি হেড ফজলুল ফায়েজ উল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।