মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন এডি শাখার ৪২ জন ম্যানেজার অপারেশন্স ও ক্রেডিট ইনচার্জ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল কোর্সের উদ্বোধন করেন ও একটি সেশন পরিচালনা করেন।
উদ্বোধনী বক্তব্যে ড. তাপস ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনতে লেন্ডিং প্র্যাকটিস, লোন মনিটরিং এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর ওপর গুরুত্বারোপ করতে প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন।
প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহিন আক্তার।