নানান সমস্যায় জর্জরিত মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে প্রয়োজনীয় লোকবলের ঘাটতি রয়েছে। চিকিৎসা সরঞ্জাম অপ্রতুল। গত পাঁচ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটারের কার্যক্রম। এসব কারণে হাসপাতালে আগত রোগীরা কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, হাসপাতালে চিকিৎসক পদ রয়েছে ২৫টি। আর কর্মরত আছেন ৮ জন। এর মধ্যে ডেপুটেশনে রয়েছেন ৪ জন। চিকিৎসকের একাধিক পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে অপরেশন থিয়েটার উদ্বোধন করা হয়; কিন্তু সেটির কার্যক্রম আর শুরু হয়নি। হাসপাতালের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। সেখানে ভর্তি হওয়া রোগীদের খাবারের মান নিয়ে অভাব-অভিযোগ পাওয়া যায়।
স্বাস্থ্যসেবার এ করুণ চিত্র কেবল মানিকগঞ্জের এই একটি হাসপতালেরই নয়। দেশের অনেক সরকারি হাসপাতালেই এমন দৃশ্য চোখে পড়ে। সরকার চায় প্রান্তিক মানুষকে চিকিৎসাসেবা দিতে। নাগরিকদের সুলভে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য দেশে চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়; কিন্তু নানান কারণে মানসম্মত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হয় না।
দেখা যায় হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক থাকেন না, যন্ত্রপাতি থাকে না। হাসপাতালগুলোতে সংশ্লিষ্ট সব পদ থাকে কিন্তু লোকবল নিয়োগ দেয়া হয় না। যদিও বা নিয়োগ দেয়া হয় কিন্তু অনেক চিকিৎসক কর্মক্ষেত্রে থাকেন না। চিকিৎসাকেন্দ্রে যদি চিকিৎসকই না থাকেন তাহলে মানুষ স্বাস্থ্যসেবা পাবে কিভাবে- সেটা একটা প্রশ্ন।
দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের চিকিৎসার জন্য ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল। বাস্তবতা হচ্ছে, দেশে এমন অনেক এলাকা আছে যেখানে সরকারি হাসপাতাল আছে, অথচ রোগীদের স্বাস্থ্যসেবা নেয়ার জন্য দূর-দূরান্ত যেতে হয়। কারণ সরকারি চিকিৎসাকেন্দ্রে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। সেবা না পেয়ে ছোটখাটো সমস্যাতেই রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। এজন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় প্রান্তিক দরিদ্র মানুষকে। আর্থিক সঙ্গতি না থাকায় তারা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে সেবা নিতে পারেন না।
আমরা বলতে চাই, জনসাধারণের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে উল্লিখিত হাসপাতালে দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে হবে। অপারেশন থিয়েটার চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সব প্রচেষ্টা চালানো হচ্ছেÑ এমনটাই আমারা দেখতে চাই।