দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দ্বি-স্তর বিশিষ্ট সৌরশক্তি নির্ভর সেচ প্রযুক্তি প্রদানের লক্ষ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় পল্লী উন্নয়ন অ্যাকাডেমি’ বগুড়ার সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব সিআরএম তাহমিদুর রশীদ এবং পল্লী উন্নয়ন অ্যাকাডেমির পরিচালক ফেরদৌস হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।