নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবাবের মতো সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ আওয়ামীলীগ। দলটির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকারেরও প্রধানমন্ত্রী হতে চলেছেন।
প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করায় বাংলাদেশ আওয়ামীলীগই যে সংখ্যগরিষ্ঠতা পাবে তা আগে থেকেই স্পষ্ট ছিল। গতকাল রোববার (৭ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে মাত্র। নির্বাচনে আওয়ামীলীগ ২২৩ আসনে জয়ী হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে ১১টি আসনে।
বেসরকারিভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হতে না হতেই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর হিড়িক পড়েছে। ইতোমধ্যে ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কো শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তবে আশ্চর্যজনতভাবে এখনো চুপ আছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যুক্তরাষ্ট্রের সাথে একই বলয়ে থাকা কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং জাপানেরও একই অবস্থা। এসব দেশের পক্ষ থেকে সরকারকে এখনো অভিনন্দন জানানো হয়নি। এমনকি দেশগুলো এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়াও জানায়নি। আর এ কারণে এখনো অস্পষ্ট নির্বাচন ও আওয়ামীলীগের জয় পরবর্তী তাদের অবস্থান।